জয় গৌর, জয় নিতাই

মনাশীষ বালা.com

ওয়েবসাইটে আপনাকে

স্বাগতম....

আমার সংক্ষিপ্ত পরিচয়

manashish

হরে কৃষ্ণ,

সকল কৃষ্ণভক্তের চরণে প্রণতি জানাই। আমি মনাশীষ বালা। ঠিকানা- বটিয়াঘাটা, খুলনা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্মান ডিগ্রী অর্জন করে শ্রী অদ্বৈত সম্প্রদায় কীর্তন দলের মাস্টার বা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। 

আমাদের দল সারা দেশব্যাপী নামসংকীর্তন পরিবেশনার মাধ্যমে সঙ্গীতের সনাতন ধর্মের পবিত্র বাণী প্রচার করে থাকে। দেশের যেকোনো প্রান্ত থেকে হরিনাম সংকীর্তনের আয়োজন করে আমাদের আমন্ত্রণ জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ওয়েবসাইটের যোগাযোগ পাতায় ক্লিক করুন। 

ধন্যবাদান্তে,
মনাশীষ বালা
মাস্টার/পরিচালক
শ্রী অদ্বৈত সম্প্রদায়
খুলনা। 
মোবা: 01746486115

শ্রী অদ্বৈত সম্প্রদায়

শ্রী অদ্বৈত সম্প্রদায়ের যাত্রা শুরু হয় ২০০০ সালে শ্রী মনোরঞ্জন বালার উদ্যোগে। সঙ্গীত ও কীর্তনের প্রতি তার গভীর ভালোবাসা ও অঙ্গীকার থেকেই এই দলের প্রতিষ্ঠা। বংশ পরম্পরায় সঙ্গীতের এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে ২০১৫ সালে দলের দায়িত্ব গ্রহণ করেন তার পুত্র, মনাশীষ বালা। গত ১০ বছর ধরে মনাশীষ বালা সাফল্যের সঙ্গে দলটি পরিচালনা করে আসছেন এবং সারা দেশে কীর্তন পরিবেশনার মাধ্যমে ভক্তিমূলক সঙ্গীতের চর্চা ও প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। দলটি মূলত নামসংকীর্তন পরিবেশনায় নিয়োজিত, যা ভক্তি ও শান্তির বার্তা সারা দেশে ছড়িয়ে দেয়। দেশের যে কোনো প্রান্ত থেকে এই দলকে আমন্ত্রণ জানানো যায়।সঙ্গীত ও সেবার এই মেলবন্ধনে, শ্রী অদ্বৈত সম্প্রদায় সময়ের সঙ্গে আরও বিকশিত হচ্ছে, বহন করছে সঙ্গীতের চিরায়ত ঐতিহ্যের আলো।

আমার ভিডিও গ্যালারী

আমার ভিডিও নিয়মিত পেতে “গানের ভূবনে মনাশীষ” চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 

Scroll to Top